রবিবার, ২৬ মে, ২০১৩

এক ক্লিকে ডাউনলোড করে নিন ২০১৩ শিক্ষাবর্ষের ক্লাস ১ থেকে ১০ শ্রেণির সকল পাঠ্য বই

পোস্টের শুরুতে সবাইকে আমার শুভেচ্ছা  কেমন আছ সবাই আশা করি ভালই আছ। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকের আমার এই পোস্ট। তোমরা সবাই জান যে বর্তমানে বাংলাদেশ এ শিক্ষা ব্যাবস্থাকে আধুনিক করতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে। সকল পাঠ্য বইকে সবার হাতের নাগালে আনতে বই গুলকে ইন্টারনেট এ ছাড়া হয়েছে। এগুল খুব সহজেই ডাউনলোড করে যে কেউ সংগ্রহে রাখতে পারে এবং পড়তে পারে  তাই আজকে আমি তোমাদের সাথে এই বই গুল ডাউনলোড করার লিঙ্কটা শেয়ার করলাম । বইগুল সব  পিডিএফ ফাইল আকারে আছে তোমরা  বইগুল ডাউনলোড করে সরাসরি পড়তে পারবে এবং বই গুল তোমাদের পাঠ্য বই এরই অনলাইন সংস্করণ।

পাঠ্য বই গুল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সুত্রঃ বিজ্ঞান প্রযুক্তি ব্লগ

এক ক্লিকে ডাউনলোড করে নিন ২০১৩ শিক্ষাবর্ষের ক্লাস ১ থেকে ১০ শ্রেণির সকল পাঠ্য বই

পোস্টের শুরুতে সবাইকে আমার শুভেচ্ছা  কেমন আছ সবাই আশা করি ভালই আছ। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকের আমার এই পোস্ট। তোমরা সবাই জান যে বর্তমানে বাংলাদেশ এ শিক্ষা ব্যাবস্থাকে আধুনিক করতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে। সকল পাঠ্য বইকে সবার হাতের নাগালে আনতে বই গুলকে ইন্টারনেট এ ছাড়া হয়েছে। এগুল খুব সহজেই ডাউনলোড করে যে কেউ সংগ্রহে রাখতে পারে এবং পড়তে পারে  তাই আজকে আমি তোমাদের সাথে এই বই গুল ডাউনলোড করার লিঙ্কটা শেয়ার করলাম । বইগুল সব  পিডিএফ ফাইল আকারে আছে তোমরা  বইগুল ডাউনলোড করে সরাসরি পড়তে পারবে এবং বই গুল তোমাদের পাঠ্য বই এরই অনলাইন সংস্করণ।

পাঠ্য বই গুল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সুত্রঃ বিজ্ঞান প্রযুক্তি ব্লগ

ইন্টারনেট ব্যবহারের কয়েকটি গুরুত্বপূর্ন টিপস, যা আপনার কম্পিউটারকে সুস্থ রাখতে সাহায্য করবে !!!

goodluck1 ইন্টারনেট ব্যবহারের কয়েকটি গুরুত্বপূর্ন টিপস, যা আপনার কম্পিউটারকে সুস্থ রাখতে সাহায্য করবে !!!

বিসমিল্লিাহ হিররাহমানির রাহীম


আমরা সবাই চাই নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে । তাই আমাদের কিছু বিষয় খেয়াল রাখা যা আমাদের কম্পিউটার কে নিরাপদ এ গতিশীল রাখবে ।
4 ইন্টারনেট ব্যবহারের কয়েকটি গুরুত্বপূর্ন টিপস, যা আপনার কম্পিউটারকে সুস্থ রাখতে সাহায্য করবে !!!
১ . আমাদের দেশে অনেকেই ডায়াল আপ কানেকশন ব্যবহার করে থাকেন । তাদের জন্য সবচেয়ে ভাল ব্রাউজার হল অপেরা । কারন এটি অন্যান্য ব্রাউজার থেকে দ্রুত ।
২ . ডায়াল আপ ব্যবহারকারীরা ইমেইলের জন্য ইউডোরা অথবা আউটলুক এক্সপ্রেস ব্যবহার করুন । অফলাইনে থাকা অবস্থায় মেইলটি লিখে রেডি করে রাখুন । এতে আপনার কাজটি দ্রুত ও অর্থ সাশ্রয় হবে ।
৩ . আপনার ইন্টারনেটের গতি ঠিক রাখতে হলে নিয়মিত Temporary Internet Files ফোল্ডারটি পরিষ্কার রাখুন ।
৪ . ইন্টারনেট ব্যবহারের সময় আমাদের অনেক ওয়েব সাইটে প্রতিদিনই কয়েকবার ভিজিট করতে হয় । সেসব ওয়েব সাইটকে ফেভারিট লিস্টে রেখে দিন । এতে খুব দ্রুত সেসব এয়েব সাইটে আপনি ভিজিট করতে পারবেন ।
৫ . কোন কোন ব্রউজার গতি বাড়ানোর জন্য পেজের ছবি গুলো বাদ দিয়ে ব্রাউজ করার সুবিধা দিয়ে থাকে যেমন : ( অপেরা ) । প্রয়োজনে সেসব ব্রাউজার ব্যবহার করুন ।
৬ . সিকিউরিটি সেটিং হাই করার কিছু অসুবিধা আছে । তা হল সেটি আপনার ইন্টারনেট স্পিড কমিয়ে দেয় । তাই সিকিউরিটি সেটিং মিডিয়াম রাখাই ভাল ।
৭ . ফায়ার ওয়াল আপনাকে নিরাপত্তা দিবে ঠিকই কিন্তু বাড়তি ঝামেলাও আপনাকে পোহাতে হবে । অনেক সফটওয়ার ব্যবহার করার সময় অপরিচিত ভাইরাস ও মেলওয়ার সো করবে । তাই ফায়ারওয়াল ব্যবহার না করে এই সফটওয়ারটি ব্যবহার করুন । এতে আপনার পিসি সকল ইউ.এস.বি ভাইরাস ও মেলওয়ার থেকে নিরাপদ থাকবে ।
৮ . আপনার এন্টিভাইরাসকে সবসময়ই আপডেট রাখুন । এন্টিভাইরাস হিসেবে Kaspersky অথবা Eset Nod32 Smart Security ব্যবহার করতে পারেন । Eset Nod32 এর সিরিয়াল গুলো এখান থেকে পাবেন ।
৯ . Cookies নিজে ভাইরাস না হলেও এগুলো আপনার গুরুত্বপূর্ন ফইল পাচার করতে সহায়তা করে । তাই এগুলো নিয়মিত পরিষ্কার রাখুন ।
১০ . যে কোন সাইটে রেজিস্ট্রেসন করতে হলে আলাদা মেইল ব্যবহার করুন । এতে আপনার মূল মেইল এড্রেসটি স্পামারদের হাত থেকে রক্ষা পাবে ।
১১ . জাংক মেইলগুলো বেশিরভাগ সময়ই অপ্রয়োজনীয় হয়ে থাকে । তারপরও ডিলেট করার আগে প্রেরকের নাম পরিচিত কি না দেখে নিন ।
১২ . হিস্টোরি সেটিংসে সর্বোচ্চ ১ দিনের হিস্টোরি রাখুন এতে আপনাকে বারবার রিফ্রেস করতে হবে না ।
১৩ . ইন্টারনেট কানেকশন হঠাৎ ধীর গতি মনে হলে আপনার ডায়াল আপ কেনেকশনটি Disconnect করে পুনরায় connect করুন । আর ব্রডব্যান্ড হলে পিসি Restart করুন ।
১৪ . পর্নোগ্রফিক সাইটগুলো ভাইরাসের আখরা তাই যতটা সম্ভব এইসব সাইটগুলো এড়িয়ে চলুন । আবার অনেকে কৌতুহল বসত হ্যাকারদের সাইট ভিজিট করে থাকেন । পিসিকে পরিপূর্ন নিরাপত্তা দিতে হলে এসব ভুলে যান ।
নিরাপদ ইন্টারনেট ব্যবহার করে আপনার পিসিকেও নিরাপদ রাখুন ।

উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ |জেনে নিন ভর্তি পদ্ধতি ।

২০১২-২০১৩ইং সেশানের শিক্ষার্থীদের জন্য গত বারের মতো এবারও অনলাইন মানে টেলিটকের মাধ্যমে ইন্টারমিডিয়েট / উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। আর এই ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৮ই মে, ২০১৩ইং তারিখ থেকে। আর এটা সম্পূর্ণ রূপে চলবে SMS পক্রিয়ার মাধ্যমে। ১৮ই মে, ২০১৩ইং থেকে শুরু হয়ে আগামী ৬ই জুন, ২০১৩ইং তারিখ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলতে থাকবে। এই তারিখের মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে টেলিটকের মাধ্যমে SMS করে ভর্তির জন্য আবেদন করে হবে।

1121 উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি
নিয়মিত স্কুলে যাই icon biggrin উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি
ভর্তির ফলাফল প্রকাশিত হবে আগামী ১৬ই জুন, ২০১৩ইং তারিখে এবং একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১লা জুলাই, ২০১৩ইং তারিখ থেকে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ৯০% সিট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর জেলা শহর গুলোর ছাত্র-ছাত্রীদের জন্য। ৩% সিট রাখা হয়েছে জেলা শহর গুলোর বাহিরে থেকে আসা ছাত্র-ছাত্রীদের জন্য। এছাড়াও ৫% সিট মুক্তিযোদ্ধা কৌটা এবং ২% কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তানদের জন্য।

এবার আসুন কীভাবে আপনি টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন করবেন


  • প্রথমে আপনার টেলিটক সিম মোবাইলে লাগিয়ে Massage অপশনে যান।
  • এবার লিখুনঃ CAD <স্পেস> EIIN <স্পেস> গ্রুপের প্রথম অক্ষর (বিজ্ঞান S, মানবিক H, ব্যবসায় শিক্ষা B) <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা DHA, কুমিল্লা COM) <স্পেস> রোল নং <স্পেস> পাশের সাল <স্পেস> শিফটের নাম (প্রভাতি হলে M, দিবা হলে D, কোন কিছু না হলে N) <স্পেস> ভার্সন <বাংলা ভার্সনের B, ইংরেজি ভার্সনের E) <স্পেস> কোটার নাম (মুক্তিযোদ্ধা FQ, কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তান হলে EQ, অন্যকিছু হলে লেখা দরকার নাই)।
  • এবার SMS করুন 16222.
  • উদাহরণ দেখুনঃ CAD 108573 S COM 123456 2012 M B FQ
teletalk উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি
ভর্তি পদ্ধতি | অনির্বাচিত টিউনার

 EIIN কোথায় পাবেন


আপনি যে জেলায় থাকেন বা যে জেলার কলেজের EIIN প্রয়োজন সেই জেলার নামের উপর ক্লিক করুন ও ডাউনলোড করে নিন আপনার EIIN টি।
BAGERHAT
BANDARBAN
BARGUNA
BARISAL
BHOLA
BOGRA
BRAHAMANBARIA
CHANDPUR
CHITTAGONG
CHUADANGA
COMILLA
COX’S BAZAR
DHAKA
DINAJPUR
FARIDPUR
FENI
GAIBANDHA
GAZIPUR
GOPALGANJ
HABIGANJ
JAMALPUR
JESSORE
JHALOKATI
JHENAIDAH
JOYPURHAT
KHAGRACHHARI
KHULNA
KISHOREGANJ
KURIGRAM
KUSHTIA
LAKSHMIPUR
LALMONIRHAT
MADARIPUR
MAGURA
MANIKGANJ
MAULVIBAZAR
MEHERPUR
MUNSHIGANJ
MYMENSINGH
NAOGAON
NARAYANGANJ
NARSINGDI
NATORE
NAWABGANJ
NETRAKONA
NILPHAMARI
NOAKHALI
NORAIL
PABNA
PANCHAGARH
PATUAKHALI
PIROJPUR
RAJBARI
RAJSHAHI
RANGAMATI
RANGPUR
SATKHIRA
SHARIATPUR
SHERPUR
SIRAJGANJ
SUNAMGANJ
SYLHET
TANGAIL
THAKURGAON
আশা করি আর কারও সমস্যা হবে না ভর্তির আবেদন করা নিয়ে। সবাইকে ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আ্পনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ 

বন্ধুগণ নিয়ে নিন বাংলাদেশের সকল উপজেলা ও জেলার মানচিত্র।

কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি কিছু ম্যাপ শেয়ার করব আপনাদের সাথে ।
হয়তো কারো কাজে লাগতে পারে কাজে লাগলে বুঝবো আমার চেস্ট্রা সফল ।
আপনি এই খানে পাবেন বাংলাদেশের প্রতিটি জেলার থানার মানচিত্র জিফ ফরম্যাটে ।
তাই ইচ্ছা হলে এখুনি আপনার পিসি বা মোবাইল এ ডাউনলোড করে রাখতে পারেন
তাহলে দেরি কেন এখনি নামিয়ে নিন আপনার থানার মানচিত্র ।
ডাউনলোড লিঙ্ক Wh*** Bangladesh Map
আর হ্যা এই সংগ্রহ টা অনেক আগের হয়তো দু একটা থানা বাদ যেতে পারে ।
ভাল লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভাল থাকেন খোদা হাফিজ ।

মো: সাখাওয়াত হোসেন
১০নং কমলপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
সদর-দিনাজপুর। 

শনিবার, ২৫ মে, ২০১৩

প্রাথমিকে আরো সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ আগামি মাসে প্রকাশ


প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দুটি পরীক্ষার ফল শিগগিরই প্রকাশিত হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে নিয়োগ শেষে আবারও সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগামী মাসে বিজ্ঞপ্তি আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাক-প্রাথমিক শিক্ষাস্তরে প্রায় ১৫ হাজার সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য গত বছরের ১৫ নভেম্বর বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে সারাদেশ থেকে প্রায় ১০ লাখ ৬৫ হাজার প্রার্থী আবেদন করেন।

এ বছরের ১২ এপ্রিল ৮০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি ২০ নম্বরের মধ্যে ১৫ নম্বর মৌখিক পরীক্ষায় এবং ৫ নম্বর একাডেমিক অর্থাৎ প্রার্থীর এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর।

প্রাক-প্রাথমিকের এই প্রার্থীরা এখন লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন। পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে প্রায় আড়াই হাজার পদে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ১২ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ ৭ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

আগামী এক মাসের মধ্যে সরকারী বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে মৌখিক ও প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ফল প্রকাশ হবে বলে  জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক শাফায়েত হোসেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করে নতুন করে সাড়ে সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামী জুন-জুলাইয়ের মধ্যেই বিজ্ঞপ্তি আসবে বলে জানিয়েছেন তারা। সরকারের বাকি মেয়াদেই নতুন বিজ্ঞপ্তি পদের বিপরীতে নিয়োগ সম্পন্ন হবে বলে জানা গেছে।

নতুন নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন, নিয়মিতভাবেই এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এদিকে দেশব্যাপী প্রতারক টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হবে বলে প্রতারণার চেষ্টা চালাচ্ছে। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ খবর উড়িয়ে দিয়েছেন।

নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্নের জন্য জেলাওয়ারী তিন সদস্যের একটি করে কমিটি গঠিত রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) ওই কমিটির প্রধান হলেন। সদস্য রয়েছেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর মনোনীত এক প্রতিনিধি। ওই প্রতিনিধি হবেন সংশ্লিষ্ট জেলার একটি কলেজের অধ্যক্ষ কিংবা স্কুলের প্রধান শিক্ষক।

         মো: সাখাওয়াত হোসেন
                পরিচালক
১০নং কমলপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র 
           সদর-দিনাজপুর।
        মোবা: ০১৭১৩৭৮৮১৪৯

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

শিক্ষা কি? শিক্ষার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য ?

দার্শনিক ও শিক্ষাবিদ শিক্ষাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। শিক্ষার উদ্দেশ্যে বর্ণনা করে গেছেন। প্রাচীন দার্শনিক এরিস্টোটল, সক্রেটিস ও প্লেপটো শিক্ষার তাৎপর্য বর্ণনা করে গেছেন। সেই থেকে পরবর্তী সকল যুগের চিন্তাবিদরাই শিক্ষা সম্পর্কে কথা বলেছেন। শিক্ষার পরিচয় এবং সংজ্ঞা দেবার চেষ্টা করেছেন।

আল কুরআন থেকে জানা যায়, নবীগণ শিক্ষা প্রচারের উদ্দেশ্যেরই প্রেরিত হয়েছিলেন। তাঁরা শিক্ষার তাৎপর্য এবং লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্টভাবে নিজ নিজ জাতির সামনে পেশ করেছেন। সর্বেশেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছিলেন। তাঁর উপর অবতীর্ণ আল কুরআন এবং তাঁর নিজের বাণী হাদীস থেকে শিক্ষার তাৎপর্য এবং লক্ষ্য উদ্দেশ্য দিবালোকের মতো প্রতিভাত হয়।

১. শিক্ষা কি ?

এবার আমরা জানতে চেষ্টা করবো শিক্ষা কি? শিক্ষার সংজ্ঞা কি? তাৎপর্য কি? আর প্রকৃতপক্ষে শিক্ষা বলতে কি বুঝায়? প্রথমে কয়েকটি শব্দ ব্যাখ্যা করতে চাই। যেসব শব্দ ব্যবহার করে শিক্ষা বুঝানো হয় সেগুলোর বিশ্লেষণ শিক্ষার মর্ম বুঝার সহায়ক হবে। যেমন কোনো বস্তুকে বুঝতে হলে তার উপাদান বিশ্লেষণ করে দেখা একান্ত জরুরি।

ইংরেজি ভাষায় শিক্ষার প্রতিশব্দ হলো Education. Education শব্দের সাধারণ আভিধানিক অর্থ হলো : শিক্ষাদান ও প্রতিপালন, শিক্ষাদান, শিক্ষ। Educate মানে : to bring up and instruct, to teach, to train অর্থাৎ প্রতিপালন করা ও শিক্ষিত করিয়া তোলা, শিক্ষা দেওয়া, অভ্যাস করানো।২

Joseph T. Shipley তাঁর Dictionary of word Origins এ লিখেছেন, Education শব্দটি এসেছে ল্যাটিন Edex এবং Ducer-Duc শব্দগুলো থেকে। এ শব্দগুলোর শাব্দিক অর্থ হলো, যথাক্রমে বের করা, পথ প্রদর্শন করা। আরেকটু ব্যাপক অর্থে তথ্য সংগ্রহ করে দেয়া এবং সুপ্ত প্রতিভা বিকশিত করে দেয়া।

একজন শিক্ষাবিদ লিখেছেন, Education শব্দের বুৎপত্তি অনুযায়ী শিক্ষা হলো শিক্ষার্থীর মধ্যকার ঘুমন্ত প্রতিভা বা সম্ভবনার পথ নির্দেশক।৩

আরেকজন শিক্ষাবিদ লিখেছেন :

Education denotes the realization of innate human potentialities of individuals through the accumulation of knowledge.4

কুরআন হাদীস এবং আরবী ভাষায় শিক্ষার জন্যে যেসব পরিভাষা ব্যবহার করা হয়েছে, সে শব্দগুলো এবার বিশ্লেষণ করে দেখা যাক। এ ক্ষেত্রে পাঁচটি শব্দের ব্যবহার সুবিদিত। সেগুলো হলো : ১. তারবীয়াহ (تربية) ২. তালীম (تعليم) ৩. তাদীব (تأديب) ৪. তাদরীব (تدريب) ৫. তাদরীস (تدريس) ।

এই শব্দগুলোর আভিধানিক অর্থ নিন্মরূপ :

تربية শব্দটি নির্গত হয়েছে ربو শব্দ থেকে। ربو মানে : Increase, to grow. to grow up, to exceed, to raise, rear, bring up, to educate, to teach, instruct, to bread, to develop, augment.

আর تربية মানে : Education, up bringing Instruction, Pedagogy, Breeding, Raising. 5

2. Samsad English-Bengali Dictionary, Calutta 22nd pression, September 1990.

৩. মোহাম্মাদ আজহার আলী : পাঠদান পদ্ধতি ও শ্রেণী সংগঠন, বাংলা একাডেমী-১৯৯৮।

৪. Education in Islamic Society : A. M. Chowdhury : Dhaka 1965

৫. মুজামুল লুগাতুল আরাবিয়াতুল মুআসিরাহ By J. Milton Cowan.

تعليم শব্দটি গঠিত হয়েছে علم থেকে। তালীম (تعليم) মানে : Information, Advice, Instruction, Direction, Teaching, Training, Schooling, Education, Apprenticeship.৬

تأديب [তাদীব] শব্দটি গঠিত হয়েছে أدب [আদব] শব্দ থেকে। আদব (أدب) মানে : Culture, Refinement, Good breeding, Good, manners, Social graces, Decorum. এ অর্থবহ أدب [আদব] শব্দটি থেকেই গঠিত হয়েছে تأديب শব্দ। তাই তাদীব শব্দের মধ্যে একদিকে যেমন এই সব অর্থও নিহিত রয়েছে, অন্যদিকে তাদীব দ্বারা Education এবং Discipline ও বুঝায়।৭

تدريب [তাদরীব] মানে : Habitation, Accustoming, Practice, Drill, Schooling, Training, Coaching, Tutoring.8

تدريس [তাদরীস] শব্দটি গঠিত হয়েছে درس [দারস্] শব্দ থেকে। তাদরীস মানে : To study, to learn, to teach, to instruct, to wipe out, to blot out, to thrash out, tution.9

আভিধানিক অর্থ থেকেই পরিষ্কার হলো, এই পরিভাষাগুলো ব্যাপক অর্থবোধক। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শব্দদ্বয় অত্যন্ত প্রশস্ত ভাব বাঞ্চনাময়। তৃতীয় শব্দটি ব্যবহৃত হয় বিশেষভাবে আচরণগত সুশিক্ষাদান অর্থে। চতুর্থ শব্দটি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কাংখিত অভ্যাস গড়ে তোলা অর্থে ব্যবহৃত হয়। পঞ্চম শব্দটি ব্যবহৃত হয় পঠন, পাঠন, শিক্ষাদান, পাঠদান এবং শিক্ষাদানের মাধ্যমে অনাকাংখিত অভ্যাস ও অবস্থা দূরীকরণ অর্থে।

এই পরিভাষাগুলো থেকে শিক্ষার সুদূর প্রসারী উদ্দেশ্য ও ব্যাপক পরিধি সম্পর্কে ধারণা লাভ করা যায়। এই পাঁচটি পরিভাষার মর্মার্থ সাজিয়ে লিখলে ইসলামের দৃষ্টিতে শিক্ষার তাৎপর্য পরিষ্কারভাবে বুঝা যাবে। আভিধানিক অর্থ থেকে এই পরিভাষাগুলোর মর্ম নিন্নমরূপ দাঁড়ায় :
-------------------------------------------------------------------------
৬. পূর্বোক্ত।
৭. পূর্বোক্ত গ্রন্থ।
৮. উক্ত গ্রন্থ।
৯. উক্ত গ্রন্থ।
১. প্রবৃদ্ধি দান করা/বৃদ্ধি করা/বড় করে তোলা।
২. উন্নত করা/উঁচু করা/ অগ্রসর করানো।
৩. পূর্ণতা দান করা/মহত্তর/ মহান করা/প্রস্ফুটিত করা।
৪. জাগিয়ে তোলা/উত্থিত করা/ উজ্জীবিত করা।
৫. নির্মাণ করা/প্রতিষ্ঠিত করা/গড়ে তোলা।
৬. লালন পালন করা/ প্রতিপালন করা।
৭. শিক্ষাদান করা/শিক্ষিত করে তোলা।
৮. অভ্যাস করানো/ অনুশীলন করানো/ হাতে কলমে শিক্ষা দেয়া/চর্চা করানো/নিয়মানুবর্তিতা শেখানো।
৯. পরামর্শ দেয়া/শিক্ষাপূর্ণ আদেশ দেয়া/জ্ঞাপক করা/উপদেশ দেয়।
১০. অনাকাংখিত আচরণাদি থেকে বিরত করার উদ্দেশ্যে শাসন করা/সুসভ্য করে গড়ে তোলার জন্যে শাসন করা।
১১. অন্তর্নিহিত শক্তি বিকশিত করা/সুপ্ত প্রতিভা বিকশিত করা/জন্মগত শক্তি, প্রতিভা ও যোগ্যতাকে প্রস্ফুটিত ও উদ্দীপ্ত করে দেয়া।
১২. সম্প্রসারিত করা/একটু একটু করে খোলা/বিকশিত করা।
১৩. পথ প্রদর্শন করা/পথ নির্দেশনা দান করা/সঠিক পথের সন্ধান দেয়া।
১৪. প্রেরনা দেয়া/উদ্বুদ্ধ করা/উদ্দীপ্ত করা/উৎসাহ প্রদান করা।
১৫. সন্ধান দেয়া/সংবাদ দেয়া/তথ্য প্রদান করা।
১৬. শিক্ষাদান পূর্বক নিয়মানুগ করানো।
১৭. আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষাদান।
১৮. শিক্ষা নবিশিতে ভর্তি হওয়া।
১৯. সংস্কার করা/সংস্কৃতবান করা/সুসভ্য করা/সংশোধন করা/ঘসে মেজে পরিচ্ছন্ন করা/নির্মল করা।
২০. শালীনাতা, ভদ্রতা শোভনতা, শিষ্টাচার এবং সম্মানজনক ও মর্যাদা ব্যঞ্জক আচার ব্যবহার শেখানো।
২১. ভদ্র, নম্র, বিনয়ী ও অমায়িক আচরণ শেখানো।
২২. আদব কায়দা শিক্ষাদান/উন্নত জীবন প্রণালী শেখানো।
২৩. উন্নত নৈতিক আচরণ শিক্ষাদান/সচ্চরিত্র শিক্ষাদান।
২৪. প্রথা ও রীতিনীতি অভ্যস্ত করানো।
২৫. মানসিক, নৈতিক ও শারীরিক ধাত পরিগঠন করা।
২৬. কর্মদক্ষ করানো/কর্মে অভ্যস্ত/ কৌশল শেখানো/ নিপুণতা অর্জন করা।
২৭. অধ্যায়ন করা/দক্ষতা অর্জনের জন্যে মনোনিবেশের সাথে পাঠ করা/স্বেচ্ছায় ও সাগ্রহে অধ্যয়ন করা।
২৮. বিচার বিবেচনা করা/চিন্তাভাবনা করা/গবেষণা করা/পুংখানুপুংখ পরিক্ষা করা/অনুসন্ধান করা।
২৯. উদ্ভাবন করা।
৩০. বিদ্যার্জন করা/পাণ্ডিত্য অর্জন করা/শেখা/জানা/দক্ষতা অর্জন করা।

..............................................

আরবী ও ইসলামী পরিভাষায় শিক্ষার জন্যে যে শব্দগুলো ব্যবহৃত হয়, এ হলো সেগুলোর বাংলা অর্থ ও মর্ম। এর মধ্যে একেবারে পাঠদান ও পাঠগ্রহণ থেকে আরম্ভ করে মানসিক, আত্মিক, নৈতিক ও শারীরিক পরিপূর্ণ বিকাশ উন্নয়ন, পরিশীলতা ও দক্ষতা অর্জনের ব্যাপকতা রয়েছে। শিক্ষাবিদ, দার্শনিক ও মনীষীদের মতামত আলোচনা করলেও দেখা যায়, তাঁদের কেউ কেউ শিক্ষার খুব সংকীর্ণ অর্থ করেছেন। আবার কারো কারো দৃষ্টিতে শিক্ষার পরিচয় পরিধি অত্যন্ত ব্যাপক। মূলত শিক্ষা মানুষের পূরো জীবন পরিব্যপ্ত। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার ব্যাপকতা পরিব্যাপ্ত। মানুষ তার পূর্ণাঙ্গ জীবনে যা কিছুই আহরণ করে, আত্মস্থ করে, তা শিক্ষার মাধ্যমেই করে। যে কোনো জ্ঞানার্জনের মাধ্যমই হলো শিক্ষা।

২. শিক্ষার উদ্দেশ্য :

প্রথমেই দেখা যাক, শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মনীষীরা কে কি বলেছেন :

জন ডিউই বলেছেন, ‌শিক্ষার উদ্দেশ্য আত্ম উপলদ্ধি।
প্লেটোর মত হলো : শরীর ও আত্মার পরিপূর্ণ বিকাশ ও উন্নতির জন্য যা কিছু প্রয়োজন, তা সবই শিক্ষার উদ্দেশ্য অন্তর্ভূক্ত।
প্লেটোর শিক্ষক সক্রেটিসের মতে : শিক্ষার উদ্দেশ্য হলো মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কার।
এরিস্টোটল বলেছেন : শিক্ষার প্রকৃত উদ্দেশ্যে হলো ধর্মীয় অনুশাসনের অনুমোদিত পবিত্র কার্যক্রমের মাধ্যমে সুখ লাভ করা।
শিক্ষাবিদ জন লকের মতে, শিক্ষার উদ্দেশ্য হবে সুস্থ দেহে সুস্থ মন প্রতিপালনের নীতিমালা আয়ত্বকরণ।
বিখ্যাত শিক্ষাবিদ হার্বার্ট বলেছেন : শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর সম্ভবনা ও অনুরাগের পূর্ণ বিকাশ ও তার নৈতিক চরিত্রের প্রকাশ।
কিন্ডার গার্টেন পদ্ধতির উদ্ভাবক বিশিষ্ট শিক্ষাবিদ ফ্রোয়েবেল এর মতে : শিক্ষার উদ্দেশ্য হবে সুন্দর বিশ্বাসযোগ্য ও পবিত্র জীবনের উপলব্ধি।
কমেনিয়াসের মতে : শিশুর সামগ্রিক বিকাশই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত। আর মানুষের শেষ লক্ষ্য হবে সৃষ্টিকর্তার সান্নিধ্যে সুখ লাভ করা।
পার্কার বলেছেন : পূর্ণাঙ্গ মানুষের আত্ম প্রকাশের জন্যে যেসব গুনাবলী নিয়ে শিক্ষার্থী এ পৃথিবীতে আগমন করেছে, শিক্ষার উদ্দেশ্য হবে সেসব গুনাবলীর যথাযথ বিকাশ সাধন।
জীন জ্যাক রুশোর মতে : সুঅভ্যাসে গড়ে তোলাই শিক্ষার উদ্দেশ্য।
Bartrand Russell এর মন্তব্য হলো :
.......The education system we must aim at producing in the future is one which gives every boy and girl an opportunity for the best that exists.
স্যার পার্সীনান বলেছেন : শিক্ষার উদ্দেশ্য হলো : চরিত্র গঠন, পরিপূর্ণ জীবনের জন্য প্রস্তুতি এবং ভালো দেহ ভালো মন গড়ে তোলা।
ডা: হাসান জামান বলেছেন :প্রত্যয় দীপ্ত মহত জীবন সাধনায় সঞ্জিবনী শক্তি সঞ্চার করাই শিক্ষার উদ্দেশ্য।
ড: খুরশীদ আহমেদের মতে : স্বকীয় সংস্কৃতি ও আদর্শের ভিত্তিতে সুনাগরিক তৈরি করা.........এবং জাতির ধর্ম ও সংস্কৃতিক সংরক্ষণ ও উন্নয়ন হওয়া উচিত শিক্ষার উদ্দেশ্য।
আল্লামা ইকবালের মতে : পূর্ণাংগ মুসলিম তৈরি করাই হবে শিক্ষার উদ্দেশ্য।

বিখ্যাত দার্শনিক ও ইসলামী চিন্তানায়ক সাইয়েদ মওদূদী (রা) বলেন :

মানুষ কেবল চোখ দিয়েই দেখেনা, এর পেছনে রয়েছে তার সক্রিয় মন ও মগজ। রয়েছে তার একটা দৃষ্টিভংগি ও মতামত। জীবনের একটা উদ্দেশ্য ও লক্ষ্য আছে তার। সমস্যাবলী নিয়ে চিন্তা ভাবনা করার একটা প্রক্রিয়া তার আছে। মানুষ যা কিছু দেখে, শুনে এবং জানে, সেটাকে সে নিজের অভ্যন্তরীণ মৌলিক চিন্তা ও ধ্যান ধারণার সাথে সামঞ্জস্যশীল করে নেয়। অতপর সেই চিন্তা ও ধ্যান ধারণার ভিত্তিতেই তার জীবন পদ্ধতি গড়ে উঠে। এই জীবন পদ্ধতিই হলো সংস্কৃতি। যে জাতি একটা স্বতন্ত্র সংস্কৃতি, আকিদা বিশ্বাস ও উদ্দেশ্য লক্ষ্যর অধিকারী এবং যাদের রয়েছে নিজস্ব জীবনাদর্শ, তাদেরকে অব্যশ্যি তাদের নতুন প্রজন্মকে সেই স্বতন্ত্র সংস্কৃতি, আকিদা বিশ্বাস, উদ্দেশ্য, লক্ষ্য ও জীবনাদর্শের রক্ষণাবেক্ষণ এবং তার বিকাশ ও উন্নয়নের যোগ্য করে গড়ে তোলা কর্তব্য। আর সে উদ্দেশ্যকে কেন্দ্র করেই গড়ে তুলতে হবে তাদের শিক্ষা ব্যবস্থা।১০

১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে শিশু অধিকার সনদ গৃহীত হয়। এতে চুয়ান্নটি অনুচ্ছেদ রয়েছে। অনুচ্ছেদ ২৮ শিশু শিক্ষা নিশ্চিত করার দলিল। অনুচ্ছেদ ২৯/১-এ শিক্ষার লক্ষ্য বর্ণনা করা হয়েছে। অনুচ্ছেদটি নিন্মরূপ :

শিক্ষার লক্ষ্য

১. শরিক রাষ্ট্রসমূহ এ ব্যাপারে সম্মত যে, শিশুদের দিক্ষা দানের ক্ষেত্রে লক্স্য থাকবে-
ক. শিশুর ব্যক্তিত্ব, মেধা এবং মানসিক ও শারীরিক সামর্থের পরিপূর্ণ বিকাশ;
খ. মানবাধিকার ও মৌলিক অধিকার এবং জাতিসংঘ ষোষণায় বর্ণিত নীতিমালার প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ :
গ. শিশুর পিতা-মাতা তার নিজস্ব সাংস্কৃতিক সত্তা, ভাষা ও মূল্যবোধ, তার মাতৃভূমি এবং অপরাপর সভ্যতার প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ :
ঘ. সমঝোতা, শান্তি, সহিষ্ণুতা, নারী-পুরুষের সমানাধিকার এবং সকল মানুষ নৃ-গোষ্টী, জাতীয় ও ধর্মীয় গোষ্ঠী এবং আদিবাসী লোকজনের মধ্যে মৈত্রীর চেতনার আলোকে একটি মুক্ত সমাজে দায়িত্বশীল জীবনের জন্য শিশুর প্রস্ততি :
ঙ. প্রাকৃতিক পরিবেশের প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ।

এই অনুচ্ছেদের বিশ্লেষণের করলে দেখা যায়, জাতি সংঘ সাধারণ পরিষদের দৃষ্টিতে শিশুর লক্ষ্য হলো :

‌১. ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ:
২. মেধার পরিপূর্ণ বিকাশ;
৩. মানসিক শক্তির পরিপূর্ণ বিকাশ;
৪. শারীরিক সামর্থের পরিপূর্ণ বিকাশ;
৫. মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ;
৬. মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ;
৭. জাতিসংঘ ঘোষণার বর্ণিত নীতিমালার প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ;
৮. পিতা-মাতার প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ;
৯. নিজস্ব সাংস্কৃতিক সত্তার প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ;
১০. নিজস্ব ভাষার প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ;
১১. নিজস্ব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ;
১২. মাতৃভূমির প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ;
১৩. অপরাপর সভ্যতার প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ;
১৪. সমঝোতা, শান্তি, সহিষ্ণুতা, নারী-পুরুষের সমানাধিকার এবং সকল মানুষ. নৃ-গোষ্ঠী, জাতীয় ও ধর্মীয় গোষ্ঠ এবং আদিবাসী লোকজনের মধ্যে মৈত্রীর চেতনার আলোকে একটি মুক্ত সমাজে দায়িত্বশীল জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ;
১৫. প্রাকৃতিক পরিবেশের প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ।
প্রকাশে 
মো: সাখাওয়াত হোসেন 
১০নং কমলপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র। 
উপজেলা সদর, দিনাজপুর।