রবিবার, ২৬ মে, ২০১৩

উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ |জেনে নিন ভর্তি পদ্ধতি ।

২০১২-২০১৩ইং সেশানের শিক্ষার্থীদের জন্য গত বারের মতো এবারও অনলাইন মানে টেলিটকের মাধ্যমে ইন্টারমিডিয়েট / উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। আর এই ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৮ই মে, ২০১৩ইং তারিখ থেকে। আর এটা সম্পূর্ণ রূপে চলবে SMS পক্রিয়ার মাধ্যমে। ১৮ই মে, ২০১৩ইং থেকে শুরু হয়ে আগামী ৬ই জুন, ২০১৩ইং তারিখ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলতে থাকবে। এই তারিখের মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে টেলিটকের মাধ্যমে SMS করে ভর্তির জন্য আবেদন করে হবে।

1121 উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি
নিয়মিত স্কুলে যাই icon biggrin উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি
ভর্তির ফলাফল প্রকাশিত হবে আগামী ১৬ই জুন, ২০১৩ইং তারিখে এবং একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১লা জুলাই, ২০১৩ইং তারিখ থেকে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ৯০% সিট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর জেলা শহর গুলোর ছাত্র-ছাত্রীদের জন্য। ৩% সিট রাখা হয়েছে জেলা শহর গুলোর বাহিরে থেকে আসা ছাত্র-ছাত্রীদের জন্য। এছাড়াও ৫% সিট মুক্তিযোদ্ধা কৌটা এবং ২% কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তানদের জন্য।

এবার আসুন কীভাবে আপনি টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন করবেন


  • প্রথমে আপনার টেলিটক সিম মোবাইলে লাগিয়ে Massage অপশনে যান।
  • এবার লিখুনঃ CAD <স্পেস> EIIN <স্পেস> গ্রুপের প্রথম অক্ষর (বিজ্ঞান S, মানবিক H, ব্যবসায় শিক্ষা B) <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা DHA, কুমিল্লা COM) <স্পেস> রোল নং <স্পেস> পাশের সাল <স্পেস> শিফটের নাম (প্রভাতি হলে M, দিবা হলে D, কোন কিছু না হলে N) <স্পেস> ভার্সন <বাংলা ভার্সনের B, ইংরেজি ভার্সনের E) <স্পেস> কোটার নাম (মুক্তিযোদ্ধা FQ, কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তান হলে EQ, অন্যকিছু হলে লেখা দরকার নাই)।
  • এবার SMS করুন 16222.
  • উদাহরণ দেখুনঃ CAD 108573 S COM 123456 2012 M B FQ
teletalk উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি
ভর্তি পদ্ধতি | অনির্বাচিত টিউনার

 EIIN কোথায় পাবেন


আপনি যে জেলায় থাকেন বা যে জেলার কলেজের EIIN প্রয়োজন সেই জেলার নামের উপর ক্লিক করুন ও ডাউনলোড করে নিন আপনার EIIN টি।
BAGERHAT
BANDARBAN
BARGUNA
BARISAL
BHOLA
BOGRA
BRAHAMANBARIA
CHANDPUR
CHITTAGONG
CHUADANGA
COMILLA
COX’S BAZAR
DHAKA
DINAJPUR
FARIDPUR
FENI
GAIBANDHA
GAZIPUR
GOPALGANJ
HABIGANJ
JAMALPUR
JESSORE
JHALOKATI
JHENAIDAH
JOYPURHAT
KHAGRACHHARI
KHULNA
KISHOREGANJ
KURIGRAM
KUSHTIA
LAKSHMIPUR
LALMONIRHAT
MADARIPUR
MAGURA
MANIKGANJ
MAULVIBAZAR
MEHERPUR
MUNSHIGANJ
MYMENSINGH
NAOGAON
NARAYANGANJ
NARSINGDI
NATORE
NAWABGANJ
NETRAKONA
NILPHAMARI
NOAKHALI
NORAIL
PABNA
PANCHAGARH
PATUAKHALI
PIROJPUR
RAJBARI
RAJSHAHI
RANGAMATI
RANGPUR
SATKHIRA
SHARIATPUR
SHERPUR
SIRAJGANJ
SUNAMGANJ
SYLHET
TANGAIL
THAKURGAON
আশা করি আর কারও সমস্যা হবে না ভর্তির আবেদন করা নিয়ে। সবাইকে ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আ্পনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন